avertisements 2

যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২০ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

যশোরের অভয়নগরে উত্তম সরকার (৩৮) নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে উত্তম সরকার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলে নিজের বাড়ি হরিশপুরে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুকে গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন এসে উত্তমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি সুন্দলী ইউনিয়নের হরিশপুর এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনও বিস্তারিত জানতে পারিনি। তাছাড়া ছেলেটি নতুন নির্বাচিত হয়েছে, আমার সঙ্গে তার ভালোভাবে পরিচয়ও হয়নি।’

যশোরের এএসপি (খ-সার্কেল) মুকিত সরকার বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। এখনও বিস্তারিত কিছুই জানতে পারিনি। জানতে পারলে আপনাদের জানাবো।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2