avertisements 2

শিক্ষকদের অপমান সইতে না পেরে ছাত্রের আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩০ পিএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

রাফিউল ইসলাম রাফি

রাজশাহী হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষকদের অপমান সইতে না পেরে রাফিউল ইসলাম রাফি নামে এক ছাত্র বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ভাই সাব্বির।

গত রোববার (৯ জানুয়ারি) সকালে কলেজের উপ-বিভাগীয় প্রধান সাদিকুল ইসলাম, বিভাগীয় প্রধান সাজ্জাদ আলীসহ কিছু শিক্ষক রাফিকে অপমান করেন। ভুক্তভোগী কম্পিউটার টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার ও ভুক্তভোগীর বন্ধুদের সূত্রে জানা গেছে, কলেজের মাসিক সভায় নিজেদের সমস্যার কথা বলায় শিক্ষকেরা রাফিকে আপমান করেন। সেই অপমানের অভিযোগ রাফি উপাধ্যক্ষকে জানাতে গেলে তিনিও রাফি ও তার বাবা-মাকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলেন। অপমান সহ্য করতে না পেরে মেসে ফিরে আত্মহত্যার জন্য বিষপান করে রাফি। পরে অসুস্থ অবস্থায় মেসের সহপাঠীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সাব্বির বলেন, আমি ওই কলেজ থেকে পড়াশোনা করেছি। সেখানে প্রতি মাসে শিক্ষার্থীদের সমস্যার কথা শোনার জন্য একটি সভা হয়। সভায় আমার ভাই বেশ কিছু সমস্যার কথা বলায় তাকে স্যাররা আপমান করেন। বিষয়টি উপাধ্যক্ষকে জানাতে গেলে তিনিও আপমান করেন। সব মিলিয়ে অনেক কঠিন ও শক্তভাবে সবাই মিলে আপমান করেছে আমার ভাইকে। তাছাড়া কোনোভাবেই আমার ভাই আত্মহত্যার চেষ্টা করতে পারে না।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের শরীরে এখনো বিষ আছে। চিকিৎসকরা তাকে এখনো শঙ্কামুক্ত ঘোষণা করেননি। রিলিজের বিষয়েও কিছু বলেননি।

এ বিষয়ে জানতে উপাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2