avertisements 2

পীরগঞ্জে ধরা পড়ল  বিরল প্রজাতির নীলগাই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:২২ পিএম, ২০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪

Text

 ছবি- সংগৃহীত 


পীরগঞ্জে জনতার হাতে ধরা পড়েছে বিরল প্রজাতির নীলগাই। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী বৈরচুনা সীমান্তের দক্ষিণ মাধবপুর গ্রামে এ নীলগাইটি স্থানীয় জনতা আটক করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৈরচুনা বিওপি ক্যাম্পে সদস্যরা জনতার কাছ থেকে নীলগাইটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি’র চান্দের হাট কোম্পানি কমান্ডার সুবেদার মফিজুল হক জানান, শুক্রবার বিকেলে একটি নীল গাই দেখতে পেয়ে এলাকার লোকজন ধরার জন্য ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে নীলগাইটি দক্ষিণ মাধবপুর এসে পৌঁছালে লোকজন নীলগাইটিকে ঘিরে ফেলে রশি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে বৈরচুনা ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে নীল গাইটিকে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। জনতার কাছ থেকে উদ্ধারকৃত নীলগাইটি বর্তমানে বৈরচুনা ক্যাম্পে রাখা হয়েছে। 

পীরগঞ্জ প্রাণিসম্পদ অফিসের উপ সহকারী কর্মকর্তা আহসান হাবিব জানান, জনতার তাড়া খেয়ে পুরুষ নীলগাইটি দীর্ঘক্ষণ দৌড়ানো ও বিভিন্ন স্থানে পরে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। এতে প্রাণীটি বেশ অসুস্থ। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ইউএনও রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাণিসম্পদ অফিসের চিকিৎসকের মাধ্যমে নীলগাইটি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি বিরল প্রজাতির নীলগাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2