avertisements 2

নারায়ণগঞ্জে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৪ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট বিনাইর চর এলাকার মৃত মোবারকের স্ত্রী। শুক্রবার রাত ১০টার দিকে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মৃতের ছেলের মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মৃতের একমাত্র ছেলে কবির হোসেন জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। তবে তার অভিযোগ ছিল তার বোন রানুর সঙ্গে মা নুরুন্নাহারের পৈতৃক জমিজমা নিয়ে প্রায় সময়ই ঝগড়াঝাটি হতো। এদিকে রানুর ধারণা, তার ভাই কবির হেসেন তার বাড়ির ভাড়াটিয়া এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। মা নুরুন্নাহার হয়তো তাদের মধ্যে অনৈতিক কিছু দেখে ফেলায় তাকে খুন করা হতেও পারে।

তবে বিষয়টি এখনো পরিষ্কার নয়। মৃতের ছেলে কবির হোসেন বলেন, পৈতৃক জমিজমা নিয়ে তিন বোনের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য ছিল। তিনি বলেন, আমি সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থান করছিলাম। এ সময় আমার মোবাইলে ফোন করে জানানো হয় মায়ের অবস্থা ভালো নেই। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের গলায় একপাশে ধারালো অস্ত্রের আঘাতসহ শ্বাসনালীতে গভীর ক্ষত চিহ্ন ছিল। এ ছাড়াও তার এক হাতের কব্জির ওপরের অংশ কাটা ছিল। এ ঘটনায় মৃতের ছেলে কবির হোসেন তার স্ত্রী পারভীন, মেয়ে রানু তার ছেলে আকাশ মৃতের আরেক মেয়ে শাহীনুর ও তার স্বামী রাজু আহমেদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2