avertisements 2

প্রেমিকের আত্মহত্যার খবরে প্রেমিকারও আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

মাগুরায় দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে নিহত কিশোরের বন্ধুরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমন নামের ওই কিশোর। নিহত সুমন মাগুরা সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তার আত্মহত্যার খবর পেয়ে পরদিন (বুধবার) (বেলা ১১টার দিকে আত্মহত্যা করে প্রেমিকা অ্যানি। তিনি মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিহত অ্যানি বারাশিয়া গ্রামের হিরক মোল্যার মেয়ে এবং সুমান বরুনাতৈল গ্রামের মহম্মদ আলীর ছেলে।

নিহত সুমনের বন্ধুদের ভাষ্যমতে, সুমন ও অ্যানির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে সুমন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় বেল্টের ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ খবর পেয়ে বুধবার বেলা ১১টার দিকে অ্যানিও নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সুমনের মা রুপালী বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুমনের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে যাই। কোনো সাড়া না পেয়ে লোকজন ডেকে রুমের দরজা ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। অ্যানির প্রতিবেশী আকলিমা বেগম জানান, সকালে অ্যানির নিজ ঘরের দরজা বন্ধ দেখে তার মা ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, বরুনাতৈল ও বারাশিয়া এলাকায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2