নৌকার প্রার্থী পেলেন ১১২ ভোট! ১৩ ইউপির ১০টিতেই ভরাডুবি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:২০ পিএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজহার আলী ভোট পেয়েছেন মাত্র ১১২টি। ৯টি কেন্দ্রে তিনি এই ভোট পান।
নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজহার আলী ১ নম্বর ওয়ার্ডে (থিয়ট) ৪ ভোট, ২ নম্বর ওয়ার্ডে (রাজবাটী) ২৬ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে (মাঝপাড়া) ১৪ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে (পিলকুঞ্জ মাদরাসা) ১ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে (পিলকুঞ্জ বিদ্যালয়) ৫ ভোট পেয়েছেন। এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডে (কণিপাড়া) ১১ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে (তিনদীঘি) ৩৭ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে (কাউড়া) ৩ ভোট, পাঁচগ্রাম কেন্দ্রে ১১ ভোট পেয়েছেন তিনি।
এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে জুবায়দুর রহমান সবুজ চার হাজার ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম চশমা প্রতীকে ভোট পেয়েছেন তিন হাজার ৩৯৬টি।
এদিকে, চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩ ইউপির মধ্যে মাত্র তিনটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি ইউনিয়নে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দুটিতে এবং অপর একটিতে জামায়াতের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিরাত রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া যায়।
নন্দীগ্রাম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম সদর ইউনিয়নে বিএনপির সমর্থক রেজাউল করিম কামাল আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদুল বারী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। থালতা মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির সমর্থক আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন। ভাটগ্রাম ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে জামায়াত নেতা আব্দুল জলিল, নারহট্ট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহিম, কাহালু সদরে আওয়ামী লীগের বিদ্রোহী পি এম বেলাল, জামগ্রামে আওয়ামী লীগের মনোয়ার হোসেন, পাইকড়ে আওয়ামী লীগের মিঠু চৌধুরী, মালঞ্চায় বিএনপির নেছার উদ্দিন, কালাইয়ে বিএনপির জোবাইদুল হোসেন সবুজ, বীরকেদারের বিএনপির সেলিম উদ্দিন। এ ছাড়া বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিএনপির আতিকুর রহমান আতিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বগুড়া সদরের এরুলিয়ায় ইভিএম পদ্ধতিতে ভেটগ্রহণ করা হয়।