ঋণের টাকা আত্মসাৎ করতে, ঈমামের অপহরণের নাটক!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:১৯ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীতে ৩১ লাখ টাকা আত্মসাতের কৌশল হিসেবে অপহরণের নাটক সাজানোর অপরাধে মিজানুর রহমান নামে এক মসজিদের ঈমামকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। দুপুরে মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটককৃত মিজানুরকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, মিজানুর ২০১৪ সাল থেকে নিজের আত্মীয়-স্বজন, বন্ধু ও বেশ কয়েকটি এনজিও থেকে ৩১ লাখ টাকা ঋণ গ্রহণ করে ফরেক্স ফ্যাকটোরি নামের একটি এ্যাপসের মাধ্যমে অনলাইনে ব্যবসা শুরু করেন। শুরুতে ভালো লাভের মুখ দেখলেও ধীরে ধীরে ব্যবসায় লোকসান শুরু হয়। এক সময় ব্যবসায় পুঁজি হারিয়ে ফেলায় ও পাওনাদারদের টাকা পরিশোধ না করার কৌশল হিসেবে নিজেই অপহরণের নাটক তৈরি করে। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে অপহরণকারীরা তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেন।
পরে মিজানুরের মা মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন। এরপরে তাকে উদ্ধারের তৎপরতা শুরু করে মহানগর ডিবি পুলিশ। বিভিন্ন প্রযুক্তি সহযোগিতায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার গাবতলী এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা না দেয়ার কৌশল হিসেবে নিজেই অপহরণের নাটক সাজিয়েছে বলে স্বীকার করে। ব্যবসার পাশাপাশি তিনি গোদাগাড়ি উপজেলার একটি মসজিদে ঈমামতি করতেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আটককৃত মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাওনাদাররা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলো। কোন পথ না দেখে নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে আবারও ব্যবসা করে ঋণের টাকা পরিশোধ করতে চেয়েছিলেন তিনি।