আনারসের ষ্টাইলে চুল কেটে নির্বাচনী প্রচারণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১৮ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মামুন নামে আনারস প্রতীকের এক সমর্থক তার চুলকে আনারসের আদলে কেটে প্রচারণা চালাচ্ছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কুমিল্লা প্রেসক্লাবের সামনে দেখা যায়, তাকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত স্থানীয়রা। মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি চৌদ্দগ্রাম ১১ নং চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সমর্থক। ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে তিনি।
মামুন জানায়, রোববার চিওড়া ধোরকরা বাজার রাখালের সেলুনে চুলের আনারস ডিজাইন করি। সময় লেগেছে দুই দিন। এতে খরচ হয়েছে ১ হাজার ২০০ টাকা।তিনি আরও বলেন, আমরা প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মানববন্ধন করতে এসেছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।