avertisements 2

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, নিহত দুই বন্ধু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৫৫ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে সিয়াম আহমেদ (২১) এবং দাশপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. ফাহিম মিয়া (২১)। 

এ ঘটনায় আহত হয়েছেন তাম্বুলিটুলা গ্রামের রায়েল মিয়া (২২)। তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতদের মধ্যে ফাহিম সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিয়াম এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের বন্ধুরা জানান, তারা ছয় বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তাদের সঙ্গে থাকা সিয়াম, ফাহিম এবং রায়েল একটি মোটরসাইকেলে ছিলেন। তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিয়াম ও ফাহিম মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল করে ছয় যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ যাচ্ছিলেন। পথে শায়েস্তাগঞ্জের পূর্ব লেন্জাপাড়া রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন।

এসময় সঙ্গে থাকা বাকি তিনজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2