সান্তাহারে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন, ৫ মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৪৪ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার দুপুরের দিকে কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানার ভেতর থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কারখানার ভেতরে এখনও তল্লাশি চালাচ্ছি।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।





