avertisements 2

ঢাবিতে চান্স পাওয়া জমজ দুই বোনের বিস্ময়কর সব মিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৩০ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

জমজ দুই বোন বেড়ে উঠেছেন একই সঙ্গে। যেমন মিল রয়েছে চেহারায়, তেমনি মিল পরীক্ষার সকল ফলাফলেও। লেখাপড়া, মেধা, শখ, স্বপ্ন সবক্ষেত্রেই মিলে যাবে এমনটা সচরাচর দেখা যায় না। কিন্তু অদ্ভুত এই মিল রয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নিভৃত পল্লী’র শিক্ষক ও স্বাস্থ্যকর্মী দম্পত্তির দুই কণ্যা অর্পা আর অর্থির মাঝে।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে একই ফলাফল করার পর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও করেছেন সমান স্কোর, চান্স পেয়েছেন একই বিষয়ে লেখাপড়া করার। অদ্ভুতভাবে সবকিছুতে একই রকম জমজ দুই বোনের সফলতায় আনন্দিত পিতা-মাতা ও শিক্ষকেরা।

জমজ বলতে যেটা বোঝায় তা হলো দু’ জন সহদোর একই মায়ের পেটে প্রায় একই সময়ে জন্মগ্রহণ করবে। তাদের চেহারাতেও থাকবে মিল। কিন্তু লেখাপড়া, মেধা, শখ, স্বপ্ন সবক্ষেত্রেই মিলে যাবে এমনটা সচরাচর দেখা যায় না।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক আমিনুল হক স্বপন ও স্বাস্থ্যকর্মী লাভলী খাতুন দম্পত্তির দুই জমজ সন্তান অবনী হক অর্পা ও অতুন হক অর্থির মধ্যে তেমনটাই দেখা গেছে। তাদের চেহারার পাশাপাশি লেখাপড়া, সকল পরীক্ষার ফলাফল, শখ, স্বপ্ন সবকিছুতেই রয়েছে দারুণ মিল।

শিক্ষাজীবনের শুরু থেকে এখন পর্যন্ত সকল পরীক্ষায় সাফল্য অর্জন করে চলেছে তারা। ১৯ বছর বয়সী এ জমজ দুইবোন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। আশ্চর্যের বিষয় হলো ঢাবি ভর্তি পরীক্ষায় দুইজন দুই ভবন থেকে পরীক্ষা দিলেও একই নম্বর পেয়েছে। ফলে দু’জনের মেধা স্কোর হয়েছে একই। এমন বিষ্ময়কর মিল ও সাফল্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মেয়েদের এমন সফলতায় খুশি পিতা-মাতাসহ আত্বীয় স্বজন ও শিক্ষকেরা।

২০১২ সালে দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিয়ে দু'জনেই জিপিএ-৫ অর্জন করে। জেএসসিতে দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে দু'জনেই জিপিএ-৫ লাভ করে। এসএসসিতে ২০১৮ সালে সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে দু’ জনেই জিপিএ-৪.৯৪ পাওয়ার পাশাপাশি সবগুলো বিষয়ে একই নম্বরও পায়। ২০২০ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবারও দু’ জনেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে এবং দু'জনেই সাধারণ বৃত্তিলাভ করেন।

অবনী হক অর্পা ও অতুন হক অর্থির মধ্যে দেড় মিনিটের বয়সের ব্যবধান। শিশুকালে একজনের যে অসুখ হয়েছে অপরজনেরো তাই হয়েছে। এমন মিল রেখেই উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে মানবসেবায় নিয়োজিত থাকবে আজীবন এমনটাই প্রত্যশা সবার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2