ভোট না দেওয়ায় প্রতিবন্ধী ভিক্ষুককে মারধর ক’রলেন নব’নির্বাচিত চে’য়ারম্যান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:৩২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মাদারীপুরে ইউপি নির্বাচনে আনারস প্র’তী’কে ভোট না দেওয়ায় শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুক’কে মা’রধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর ম’ডে”ল থানায় গত শনিবার (৪ ডিসেম্বর)বিকেলে অভি”যোগ দায়ের করেছেন
ওই ভিক্ষুক খলিল খাঁ।অভি’যো’গ সূত্রে জানা গেছে,গত ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপ”জে’লা’র মস্ত’ফা’পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে
বিজয়ী হন সোহরাব খান।অন্যদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন।এই নির্বাচনে মজিবর রহমানকে সমর্থন করেন ভিক্ষুক খলিল। এতেই ক্ষিপ্ত হয়ে শারীরিক
প্রতিবন্ধী ভিক্ষুক খলিলকে শুক্রবার স’কা’লে মস্তফাপুর বাসস্ট্যান্ডে একা পেয়ে মার’ধর করে বিজ’য়ী চেয়ারম্যান প্রার্থী সোহরাব খানের ভাই আনোয়ার খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়েকজন।পরে এই ঘটনায় শারীরিক
প্রতিবন্ধী ওই ভিক্ষুক বাদী হয়ে সদর ম’ডে’ল থা’নায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার বিচার দাবি করেছেন ওই প্রতিবন্ধী ভিক্ষুক ও তার পরিবার।তবে মারধরের অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত চেয়ারম্যান
সোহরাব খান দাবি করেন বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।