তাবলিগ জামাতের ১৫ সদস্য হারালেন সর্বস্ব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫৫ এএম, ১৮ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি তাবলীগ জামাতের এক সদস্য। ছবি সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আবুল খায়ের। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। তাদের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত এখনও ৮ জনের জ্ঞান ফেরেনি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





