avertisements 2

 অন্যকে গ্রেফতারের ভয় দেখাতেন আজ নিজের হাতেই হাতকড়া!

ভুয়া এএসপি সেজে প্রতারণা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৫৩ এএম, ২১ সেপ্টেম্বর,শনিবার,২০২৪

Text

ভুয়া এএসপি পরিচয়ধারী ওই যুবককে গত সোমবার (২৯ নভেম্বর) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য।

জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১০ জন তরুণী তার প্রতারণার ফাঁদে পড়েছেন। এর মধ্যে ৩ তরুণীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ডিবি। এই তিনজনের পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আবির।

ডিবি জানিয়েছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর চাকরির জন্য খুব একটা চেষ্টা করেননি আবির। নানা সমস্যা নিয়ে পুলিশের কাছে যায় সাধারণ মানুষ। আর এই বিষয়টি নিয়েই প্রতারণার চিন্তা তার মাথায় আসে।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, তরুণীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ঘনিষ্ঠ হয়ে গোপনে ছবি ভিডিও ধারণ করতেন আবির। এরপর তাদের কাছ থেকে আদায় করতেন লাখ লাখ টাকা। দেড় বছর ধরে দেশের বিভিন্ন স্থানের তরুণীদের সঙ্গে এ ধরনের প্রতারণা করে আসছেন গাজীপুরের কালিয়াকৈরের নিশ্চিতপুর গ্রামের এই যুবক।

১৫ হাজার টাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন ওই যুবক। স্থানীয়রা তাকে এএসপি হিসেবে জানতেন। ফ্ল্যাটে কিছুদিন পরপর স্ত্রী পরিচয়ে তরুণীদের নিয়ে আসতেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে আশপাশের লোকজন তা ডিবিকে জানায়। এরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৯টি এটিএম কার্ড ও এএসপি নামধারী ৩০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

ডিবির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার সংবাদ মাধ্যমকে জানান, তরুণীদের সঙ্গে প্রতারণার পাশাপাশি মাদক কারবারিদের ধরে ভয় দেখিয়ে টাকা আদায়ের কথাও স্বীকার করেছেন আবির। এছাড়া, জমি ও ফ্ল্যাটের বিরোধ মেটানোর নাম করে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছেন তিনি। আর এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য কিনতেন ওই যুবক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2