avertisements 2

শ্বশুরের শখ মেটাতে বরের হাতিতে চেপে বিয়ে!  

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি: সংগ্রহীত

বুধবার রাতে বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়ক ধরে চেলোপাড়া এলাকার বাসিন্দা জর্জ দাস বিয়েতে ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছেন সকলের। বাদ্যের তালে হাতির কসরত আর স্বজনদের উচ্ছ্বাসে জীবনসঙ্গীকে ঘরে তোলেন জর্জ দাস। হঠাৎ করেই বাদ্য-বাজনাসমেত হাতির পিঠে চেপে বগুড়া শহরের ব্যস্ত সড়ক ধরে বিয়ে করতে চলেছেন তিনি। সঙ্গে বরযাত্রী না থাকায় প্রথমে নিশ্চিত হওয়া যাচ্ছিল না; পরে বর নিজেই নিশ্চিত করলেন বাবা আর হবু শ্বশুরের শখ মেটাতেই এমন আয়োজন।

মহাস্থানের দি বুলবুল সার্কাসের সদস্য এনামুল হক জানান, করোনার কারণে দীর্ঘদিন কোনো মেলা না থাকায় সার্কাসের হাতিগুলো এখন প্রায় বসেই থাকে। অনেকে শখ করে হাতিতে চেপে বিয়ে করতে যেতে চাইলে, তারা ভাড়া দেন। দূরত্বভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়া হয় হাতি ভাড়া নেয়ার জন্য। বৃহস্পতিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার পথেও হাতি থাকবে কিনা, সেটা নিশ্চিত নয় বলে জানিয়েছে বরপক্ষ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2