avertisements 2

ছাত্রলীগের মানসিক নির্যাতনে কুয়েটের শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছাত্র নেতাদের মানসিক নির্যাতনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কুয়েট কর্তৃপক্ষ। ড. সেলিম কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।

কুয়েটের ছাত্র ও শিক্ষকরা জানান, একটি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকের মনোনীত ছাত্রকে লালন শাহ হলের ডিসেম্বর মাসের ডাইনিং ম্যানেজার করার জন্য প্রভোস্টকে চাপ দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তার নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তা থেকে ড. সেলিম হোসেনকে জেরা করা শুরু করেন। পরবর্তীতে তারা শিক্ষককে অনুসরণ করে তড়িৎ কৌশল ভবনে তার কক্ষে প্রবেশ করে আবারও চাপ প্রয়োগ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা প্রায় আধা ঘণ্টা ওই শিক্ষকের কক্ষে অবস্থান করেন।

 পরবর্তীতে শিক্ষক ড. সেলিম হোসেন দুপুরে খাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বাসায় যাওয়ার পর দুপুর ২টা ৩০ মিনিটের তার স্ত্রী লক্ষ্য করেন তিনি বাথরুম থেকে বের হচ্ছেন না। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, ড. মো. সেলিম হোসেনর মৃত্যুতে আমরা স্তব্ধ হয়ে গেছি। এ বিষয়ে আজ সকাল ১০টায় কুয়েট শিক্ষক সমিতির সভা ডাকা হয়েছে।

কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. ইসমাইল সাইফুল্লাহ বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে কুয়েট প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2