avertisements 2

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আসামি নবনির্বাচিত চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০১:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতায় ছাত্রলীগ নেতা সজিব নিহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহত ছাত্রলীগ নেতার বোন সনিয়া আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান (আনারস প্রতীক) আমির হোসেন খানসহ ৩২ জনকে আসামি করা হয়। মামলার পর প্রধান আসামি মাসুদ আলমকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা প্রতিক) প্রার্থী ছিলেন শাহানাজ আক্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) ছিলেন আমির হোসেন খান। রোববার সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করে আসছেন সজিব। হঠাৎ বিকেলে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার লোকজন কেন্দ্র থেকে তাকে বাইরে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় লাঠি দিয়ে পায়ে ও মাথায় আঘাত করে। এ ঘটনায় মাটিতে পড়ে যায় সজিব। পরে তার মৃত‍্যু হয়। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানা, নিহতের বোন সনিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2