খুলনায় কারাগারে থেকেই নৌকাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাবা ও ছেলেকে হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দীন ইসলাম। কারাগারে থেকেই নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে আবারও ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দীন।
রোববার (২৮ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
রূপসা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এস এম দীন ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুকুর শেখ পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট।
রূপসা থানা পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ৭ আগস্ট রাতে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ৮ আগস্ট নিহতের মা মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ১১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে। প্রায় ৩ মাস আগে বাবা-ছেলেকে হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দীন ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।