চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্কুল শিক্ষক ফাতেমা তুজ জোহরা জ্যোতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:১১ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক মারা গেছেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ফাতেমা তুজ জোহরা জ্যোতি নামে এই শিক্ষক। গুরুতর আহত হয়ে চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গত ২৫ নভেম্বর বাসা থেকে কর্মস্থলে যাবার পথে অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন জ্যোতি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান তিনি। শাহরাস্তি পৌরসভার নাওড়া সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন জ্যাতি।
পাঁচ বছর আগে চাকরিতে যোগ দেন জ্যোতি। শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে বেশ প্রাণবন্ত এবং হাসিখুশি ছিলেন শিক্ষক ফাতেমা তুজ জোহরা জ্যোতি। তার অকাল মৃত্যুতে কর্মস্থল ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে ফাতেমা তুজ জোহরা জ্যোতি স্বামী, এক শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে চাঁদপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে।