নিরাপদ সড়কের দাবিতে আবারো মাঠে নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫৯ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। মিছিলটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় সেসব এলাকার স্কুলের শিক্ষার্থীরা এসে মিছিলটিতে যোগ দিতে থাকে।
উল্লেখ্য, তেলের দাম বাড়ানোর জেরে বাস ভাড়া বেশি আদায় নিয়ে কয়েকদিন ধরে যাত্রীদের সাথে ঝামেলা চলছিল পরিবহন সংশ্লিষ্টদের। সেইসাথে শিক্ষার্থীদের হাফ ভাড়া দেয়া নিয়ে নানা অপ্রীতিকর ঘটনার জেরে এই আন্দোলন। এরই মধ্যে গতকাল সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আবারো মাঠে সরব শিক্ষার্থীরা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
