নায়ক সায়মন বাবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

রাজনৈতিক পরিবারের সন্তান চিত্রনায়ক নায়ক সাইমন সাদিক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এ অভিনেতার বাবা। আর এই নির্বাচনে বাবার প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি। কখনো মাইক্রোফোন হাতে পথ সভায় বক্তৃতা দিচ্ছেন, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইছেন। সাইমনের বাবা মো. সাদেকুর রহমান এবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী।
বাবাকে বিজয়ী করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন অভিনেতা সাইমন। নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। বাবার পক্ষ থেকে ভোট চাইছেন। বাবাকে নির্বাচনে জয়ী করতে তার প্রাণান্তকর চেষ্টা অনেকের নজর কেড়েছে। তার সরব উপস্থিতি ভোটের উৎসবে বিভিন্ন বয়সের নারী-পুরুষের কাছে ভিন্ন এক আনন্দের উপলক্ষ তৈরি করেছে। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন, উঠান বৈঠক, পথসভা ও মিছিল-মিটিং করছেন সাইমন।
এলাকার মানুষও তাকে কাছে পেয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে মানুষের এই ভালোবাসার মূল্য দিতে পারেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
