avertisements 2

কমবে তাপমাত্রা, বাড়তে পারে কুয়াশা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:২৬ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। আজ সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবাহওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2