কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২৯ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
কাউন্সিলর খোরশেদ ও বাদী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন কাজে এগিয়ে এসে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে তার কথিত দ্বিতীয় স্ত্রী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন। এরপর আদালত মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। গত ৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
আদালত সেই তদন্ত প্রতিবেদন পেয়ে খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটির বাদী এর আগে খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করেন।