avertisements 2

মাগুরায় সড়ক দখল করে হাট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ নভেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০৫:১০ পিএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় সড়কের ওপর হাট বসছে নিয়মিত। দীর্ঘদিন ধরে এভাবে রাস্তা দখলে নেয়ায় বাড়ছে জনদুর্ভোগ আর দুর্ঘটনা। হাটের নির্দিষ্ট জায়গা না থাকলেও দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারার অর্থ আদায় করছে প্রশাসন। অথচ জনদুর্ভোগ নিরসনে তারা নির্বিকার।

মাগুরার সাথে যশোর নড়াইল ও ঝিনাইদহ সড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল থাকলেও সড়কের শালিখা অংশে নিয়মিত হাট বসছে। প্রতিবছরের মত এবারও দরপত্র আহ্বানের মাধ্যমে জেলা প্রশাসন ২১ লাখ ৭০ হাজার টাকায় হাটের ইজারা দিয়েছে। আগে সরকারি খাস জমিতে হাটটি বসলেও সেই জমি প্রভাবশালীরা দখল করে নেয়ায় বাজারের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। নির্দিষ্ট জায়গা না থাকায় ইজারাদাররা সড়কের দুইপাশে দোকান বসাচ্ছে। সপ্তাহে দুই দিন সড়কের ঘেঁষে হাট বসায় দেখা দিচ্ছে যানজট আর দুর্ঘটনা।

বিষয়টি উপজেলা প্রশাসনে একাধিকবার জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিবারই মিলেছে কেবল আশ্বাস। খাস জমি উদ্ধার ও হাট ইজারার বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2