বোনকে পিটিয়ে হত্যায় রায় ভাইয়ের মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:২৩ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নড়াইলে আপন বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামের বাসিন্দা দণ্ডপ্রাপ্ত মো. রিপন মোল্যা। পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বোন ফাতেমাকে পিটিয়ে হত্যা করে মো. রিপন মোল্যা। এ ঘটনায় তাদের বাবা মো. মকছেদ মোল্যা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অভিযুক্ত রিপন আদালতে নিজের অপরাধ স্বীকার করে জনাববন্দি দেয়। স্বল্পসময়ের বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। পরে আদালত সোমবার তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ২০ হাজার টাকা জরিমানা করেন।