avertisements 2

কুমিল্লায় ঝোপের মধ্যে ব্যাগে মিলল তিন বছরের শিশুর লাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩৮ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

Text

কুমিল্লার দেবীদ্বারে একটি বাড়ির পাশে ঝোপের মধ্যে বাজারের ব্যাগ থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের নজরুল ইসলাম মাস্টারের বাড়ির পাশে একটি ঝোপে ব্যাগবন্দি লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সকাল ১১টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশটি তিন বছরের এক শিশুর।

তিনি আরো বলেন, নিহতের সম্পর্কে আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2