avertisements 2

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে মৃত্যু হলো স্বামী-স্ত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১১:৩২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ছবি : সংগ্রহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। নিহতরা হচ্ছেন- নুর উদ্দিন ও আকলিমা আক্তার। তারা ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা যায়, স্বামী-স্ত্রী মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা স্ত্রীর ওড়না চাকায় পেঁচিয়ে গেলে পড়ে যায় দুজনই। পরে পেছনে থাকা একটি ট্রাক চাপা দেয় তাদেরকে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ভূঁইয়া জানান, নুর উদ্দিন ও আকলিমা চট্টগ্রামের আরশি নগর থেকে ফেরার সময় মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের চাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনই মারা যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2