ইমামকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে যুবক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৬:০১ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মসজিদে এতেকাফ করতে না দেয়ায় ইমামকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে এক যুবক। বিচ্ছিন্ন করে ফেলেছে অন্য হাতের তিনটি আঙুলও।
শুক্রবার (১২ নভেম্বর) এশার নামাজের পরে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর জখম মাওলানা মো. ইয়াকুব আলীকে প্রথমে শের ই বাংলা মেডিকেলে আনা হলেও তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহজাহান হোসেন বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন বাবলু মাঝি। ৪/৫ দিন আগে সে মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করেছিল। কিন্তু ইমাম তাতে রাজি হননি। তাছাড়া ইমামের নামাজ পড়ানো হয় না এমনটাও বলে বেড়াতো সে। এই নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
সর্বশেষ মসজিদে থাকতে না দেয়ার কারণে দা দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ইমামের হাত বিচ্ছিন্ন করে বাবলু। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে রাত ১১টায় বাবলু মাঝিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।