avertisements 2

অস্ত্রের ভয় দেখিয়ে পিতার অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ায় পুত্র আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৩৩ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

খুলনার সরকারি মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিনকে  অস্ত্রের মুখে জিম্মি করে অবসরকালীন সমস্ত অর্থ-সম্পদে জবর দখলে নিয়েছে একমাত্র পুত্র এসএম মুসসালিন আল মামুন। সারাজীবনের সঞ্চয় ও বয়োবৃদ্ধ পিতার অবসরকালীন ভাতার ১১ লাখ টাকা আত্মসাৎ ও সম্পত্তি জোর করে লিখে নিয়েছে সে। শুক্রবার সন্ধ্যায় নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন বাদী হয়ে এঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন। পরে মামলার একমাত্র আসামী এসএম মুরসালিন আল মামুনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, একজন প্রাক্তন শিক্ষকের পুত্র কর্তৃক বাবা-মা কে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা আদায় ও জোর করে সম্পত্তি লিখে নেয়ার চেষ্টার অভিযোগে পুত্র মামুনকে আটক করা হয়েছে। মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন বাদী হলে মামলা করেছেন। প্রচন্ড নিরীহ ভদ্রলোক তিনি। তার এক মাত্র ছেলেই ওই মামুন। এটা দুঃখজনক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2