avertisements 2

বোরকা পরে 'বউ সেজে' আসামি ধরল পুলিশ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ১০:১৬ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল তারা। তাদের মাধ্যমে পাচার হয় বড় বড় চালান। বিভিন্ন সময় অভিযান চালিয়েও আটক করা সম্ভব হয়নি তাদের। এবার মাদকসহ হাতেনাতে অভিযুক্তদের আটক করতে পুলিশ নেয় ছদ্মবেশ। কেউ বোরকা পরে নেন 'বউ' সাজ। সঙ্গে স্বামীর বেশে আরেক পুলিশ সদস্য। কেউবা কৃষক সেজে থাকেন ওঁৎ পেতে।

এই ছদ্মবেশে মাদক কারবারির তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার তেতুলিয়া গ্রামের মো. সেলিম মিয়া (৪০), নয়ন মিয়া (৪৮) ও শামীম মিয়া (৫০)। বুধবার (১০ নভেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2