avertisements 2

মুন্সীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৪৫ এএম, ২১ সেপ্টেম্বর,শনিবার,২০২৪

Text

মুন্সীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্তমুন্সীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

সহকর্মীদের যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্ত করা হয়। 

আদেশে বলা হয়েছে, অধীনস্থ শিক্ষিকাদের যৌন হয়রানি ও অশোভনীয় আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার থেকে প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হলো। তাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রতিদিন আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর দেবেন। বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন, তবে কোনো ছুটি পাবেন না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ বলেন, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সদস্যরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের রিপোর্ট প্রদানের পর এ আদেশ দেয়া হয় বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে গত ১১ অক্টোবর অভিযোগ পেয়ে দুই সদস্য বিশিষ্ট কমিটিকে তদন্ত করার দায়িত্ব প্রদান করি। তাদের তদন্ত রিপোর্ট সকালে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রদান করার পর তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2