avertisements 2

নরসিংদীতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩২ এএম, ২০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪

Text

নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউপি নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সকালে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল ( ২০), আমীর হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)।

স্থানীয় এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিপন ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পর্যায় গুলিবিদ্ধ হয়ে রিপন মেম্বারের সমর্থক ৩ জন নিহত হন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে আরও ৩০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2