avertisements 2

বিয়ে করে দেনমোহর  আদায় করাই ছিল তরুণীর ব্যবসা!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

মিথ্যা তথ্য দিয়ে বিয়ের নামে প্রতারণার অভিযোগে নীলা নামের (২৪) এক তরুণীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। রোববার (৩১ অক্টোবর) ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত নীলাকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়না জারি করেছে আদালত। এছাড়াও তাকে কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচারক বাদী পক্ষের তিনজনের সাক্ষ্য শুনে নীলাকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

বাদীর আইনজীবী প্রামানিক আব্দুর রব জানিয়েছেন, নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমও আসামি ছিলেন এই মামলার। তারা দু’জন বেকসুর খালাস পেয়েছেন। নীলা এর আগে তথ্য গোপন করে বিভিন্নজনকে বিয়ে করেছেন। সে দেনমোহর আদায়ের জন্য বিয়ে করতো। আর এটা তার ব্যবসা ছিল বলেও জানান এই আইনজীবী।

এর আগে ২০১৬ সালের ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলা করেন খুলনার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে। এরপর অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন নিলেও পরে পালিয়ে যান। নীলাদের বাসা ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের জুলাই মাসে ২ লাখ টাকা দেনমোহরে নীলার সঙ্গে বিয়ে হয় ইমরানের। তখন নীলা তার আগের একাধিক বিয়ের কথা গোপন রাখেন। কিন্তু পরে বাদী জানতে পারেন নীলা আগেও একাধিক বিয়ে করেছেন এবং তালাক দিয়ে দেনমোহর আদায় করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2