দলিল জাল করে প্রতারণা, কারাগারে উপজেলা চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:১৯ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে দলিল জালিয়াতি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) বিকেলে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব কুমার দেব এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলা সদরের শেখের খিল এলাকার বাসিন্দা সাকেরা বেগমের পেকুয়া মৌজায় ২০ শতক জমি রয়েছে। ওই জমির ওপর দৃষ্টি পড়ে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের। ১৯৯৬ সালে অন্য এক নারীকে সাকেরা বেগম সাজিয়ে জাল দলিল তৈরি করে ওই জমি রেজিস্ট্রি করে নেন তিনি। পরে এসব জমি আরেকজনের কাছে বিক্রি করেন।
২০২০ সালে এ ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন সাকেরা বেগম। ওই মামলায় রোববার জামিন নিতে গেলে বিচারক জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।