avertisements 2

নারায়ণগঞ্জে মিলল ঢামেক থেকে নিখোঁজ সেই রোগীর লাশ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৪৭ এএম, ২১ সেপ্টেম্বর,শনিবার,২০২৪

Text

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নিখোঁজ হওয়া রোগী মো. মাঈনুদ্দিনের (২৮) লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জে। গত শুক্রবার নারায়ণগঞ্জ রেলগেট পার্কের ভেতর তাঁর লাশ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা হয়েছিল। এর আগে সংগ্রহ করা আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। মাঈনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে। 

রবিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, শুক্রবার লাশ উদ্ধারের পর সুরতহাল ও ময়নাতদন্ত করে অজ্ঞাতনামা হিসেবে সিটি করপোরেশনের কবরস্থানে মাঈনুদ্দিনের মরদেহ দাফন করা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাঈনুদ্দিন লিভারের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ অক্টোবর মাঈনুদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার এক পর্যায়ে গত মঙ্গলবার সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাঁর বাবা রবিউল হক। 

ওসি শাহ জামান বলেন, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তে যদি হত্যার বিষয় আসে, তাহলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় পরিণত হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2