নথি হারানোর বিষয়ে স্বাস্থ্যের সচিব, ‘আমরা কেউই সন্দেহের ঊর্ধ্বে নই’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১১:৪২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ১৭টি ফাইল গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ‘কেউই সন্দেহের ঊর্ধ্বে নন’ বলে জানিয়েছেন বিভাগটির সচিব মো. আলী নূর। তিনি রবিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি নথি হারানোর বিষয়টি বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জানতে পেরেছি। জানার পর পুলিশকে জানিয়েছি। পরে সিআইডিকে বিষয়টি টেকওভার করতে বলেছি।’
নথি হারানোর বিষয়ে তদন্ত কমিটির একজন সদস্য বাড়ানো হয়েছে উল্লেখ করে সচিব বলেন, শুক্রবার (২৯ অক্টোবর) রাতে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ্ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন চিকিৎসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো আহসান কবীর এবং উপ-সচিব আবদুল কাদের। কমিটিতে বিভাগের উপসচিব মল্লিকা খাতুনকে যুক্ত করা হয়েছে।
কবে নাগাদ প্রতিবেদন পাওয়া যেতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই রিপোর্ট পাবো।
এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলী নূর বলেন, আমরা কেউই সন্দেহের ঊর্ধ্বে নই। সিআইডিকে বলা হয়েছে, আপনাদের (সিআইডি) যাকে যাকে মনে হয়, জিজ্ঞাসাবাদ করেন। কারও কোনও আপত্তি থাকবে না।