avertisements 2

গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটে তলিয়ে গেল ফেরি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর, বুধবার,২০২১ | আপডেট: ০১:২৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

কয়েকটি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিটিসির আরিচা ঘাট কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

জিল্লুর রহমান জানান, আমানত শাহ ফেরি ১৫টির মতো গাড়ি নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসে। পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভেড়ার পর সকাল পৌনে ১০টার দিকে ফেরি থেকে তিনটি গাড়ি ঘাটে নামার পরপরই ফেরিটি কাত হয়ে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2