বরিশালে নবজাতকের লাশ ড্রেন থেকে উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:২০ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বরিশাল নগরীতে ড্রেন থেকে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বান্দ রোড-সংলগ্ন ব্যাপ্টিমিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
বান্দ রোড এলাকাবাসী ও কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মালেক কার্টুনটি দেখতে পেয়ে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এটিএসআই কালামকে জানালে তিনি তাৎক্ষণিক বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে কোতোয়ালি থানার পুলিশের দুইটি টহল গাড়ি এসে লাশটি উদ্ধার করেন।
কোতোয়ালি থানার এসআই ডুমল জানান, ধারণা করা হচ্ছে গভীর রাতে লাশটি ফেলে রেখে গেছে কেউ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।