avertisements 2

লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট, স্বামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:০৯ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

Text

দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে পেটে লাথি মেরে গৃহবধূর গর্ভের ভ্রূণ হত্যা ও যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নবাবগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা হয়। এর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামী সুজন বাবুকে গ্রেফতার করে। এর পর তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। মামলাসূত্রে প্রকাশ, দিনাজপুর শহরের বাহাদুর বাজারের মৃত জিল্লুর রহিমের মেয়ে জাফরান আরার সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসে নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে সুজন বাবুর (৩২) বিয়ে হয়।

বিয়ের সময় জাফরানের বড় ভাই উপঢৌকন স্বরূপ পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন। বিয়ের পর স্বামীর বাড়ি এসে স্ত্রী জাফরান জানতে পারেন তার স্বামী সুজন বাবু ইতিপূর্বে আরও ২-৩টি বিয়ে করেছেন। বিয়ের পর থেকে সুজন বাবু তার বাবা ও মায়ের প্ররোচনায় আরও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে জাফরানকে মাঝে মধ্যে মারপিট করে আসছিলেন। মারপিটের একপর্যায়ে পেটে লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট করে ফেলেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে জাফরান আরা নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

বাদী জাফরান আরা বলেন, আমার বিয়ের আগে সুজন আরও তিনটি বিয়ে করে এবং বিভিন্ন মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব গোপন রেখে সে আমাকে বিয়ে করে প্রতারণা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতারুল কবীর জানান, প্রধান আসামি সুজন বাবুকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এজাহার মূলে মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2