হাতের ব্যান্ডেজ থেকে ১৫টি মোবাইল ফোন বেরিয়ে এলো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১০:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গায়ে কালো রঙের শার্ট ও পরনে জিন্স প্যান্ট। মাথায় টুপি। এক হাত ব্যান্ডেজ করা। দেখেই বোঝার উপায় নেই যে, তিনি ছদ্মবেশী। ভারত থেকে আসা সানাউল্লাহ নামের বাংলাদেশি এ পাসপোর্টযাত্রীর ব্যান্ডেজ করা হাতের মধ্য থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছেন কাস্টম শুল্ক গোয়েন্দার সদস্যরা।
অভিনব পন্থায় তিনি ভারত থেকে মোবাইলগুলো নিয়ে আসছিলেন। সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে তার কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
মোহাম্মাদ সানাউল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।
কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস থেকে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ব্যান্ডেজের মধ্যে থেকে ১৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলো বেনাপোল কাস্টম হাউজ থেকে শুল্ক পরিশোধ করে নেওয়ার জন্য সাময়িক আটকপত্রের স্লিপ দেওয়া হয়েছে। সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ হাসান বলেন, এরকম অভিনব পদ্ধতিতে পণ্য নিতে দেখা যায় না। তার পণ্য শুল্কায়ন করে নিতে হবে। এজন্য তাকে সাময়িক আটক করা হয়েছে।