পড়ালেখা না করেও পরীক্ষার সনদ পাওয়া যায় শরীফুলের দোকানে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পড়ালেখা না করেও মিলছে বিভিন্ন পরীক্ষার সনদ। চাইলেই পাওয়া যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। কাজ না করেও মিলছে অভিজ্ঞতার সনদ। এমনকি জমির দলিলের অনুলিপি তৈরি করে বদলে ফেলা হচ্ছে মালিকের নাম-ঠিকানা। জাল কাগজপত্র তৈরির এক কারিগরকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সুযোগসন্ধানীরাই তার কাছ থেকে জাল দলিল দস্তাবেজ তৈরি করতে আসত। কম্পিউটার কম্পোজের দোকানি শরীফুল ইসলাম। তার দোকানের বিশেষ চাহিদা রয়েছে অনেকের কাছেই।
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কয়েক মিনিটেই চাহিদামতো জাল কাগজপত্র তৈরি করতে পারদর্শী তিনি। জেএসসি থেকে মাস্টার্স যে কোনো সনদ চাইলেই পাওয়া যায় তার কাছে। ভুয়া অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরিতেও দক্ষ তিনি।
শরীফুলের দোকান থেকে পাবলিক পরীক্ষার জাল সনদ, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের নথি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে তার কম্পিউটারসহ বেশকিছু ডিজিটাল ডিভাইস। জিজ্ঞাসাবাদে শরীফুল জানিয়েছে ছয় বছর ধরে ভুয়া দলিলসহ চাহিদামাফিক জাল কাগজ তৈরি করছেন তিনি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (তেজগাঁও বিভাগ) ওয়াহিদুল ইসলাম বলেন, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের নথি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।
সুযোগসন্ধানী লোকজনই জাল কাগজ তৈরির জন্য শরীফুলের দোকানে যাতায়াত করত বলে জানান পুলিশের এ কর্মকর্তা। জাল কাগজ তৈরির কারিগরদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।