জনতার ভিড় খামাড়ির বাড়িতে
২৫ দিন বয়স বকনা বাছুরের দিচ্ছে দুধ, অবাক কাণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
!
এক অদ্ভুত ঘটনা। এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি। শুনে অবাক হবেন নিশ্চয়। হ্যাঁ, অবাক হওয়ারই কথা। মাত্র ২৫ দিন বয়সে একটি বকনা বাছুর দিনে আধা লিটার করে দুধ দিচ্ছেন। এই অবাক কাণ্ডের ঘটনা দেখতে প্রতিনিয়ত শতশত উৎসুক জনতার ভিড় জমায় খামাড়ির বাড়িতে।
এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের খামারি আফছার আলীর খামারে। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে আফছার আলী বকনা দেখতে পান বাছুরটির ওলান ফুলে আছে।
তখনই তিনি ধারণা করেন, বাছুরের ওলানে দুধ জমছে। এছাড়াও তিনি স্থানীয় ডাক্তারকে নিয়ে এলে তার পরামর্শে বিষয়টি নিশ্চিত হন। তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম ২ দিন ১ পোয়া দুধ পেলেও এখন আধা লিটার কখনও ৩ পোয়া দুধ পাচ্ছেন।
এ নিয়ে খামারি আফছার আলী জানান, বকটি জন্মের বয়স যখন ৪০ দিন তার ১৫ দিন আগে থেকেই দুধ দেয়া শুরু করে। পরে তিনি দেখেন, ওলান থেকে দুধ পড়ছে। তিনি অবাক হয়ে যান। পরদিন একই অবস্থা দেখে খামারি দুধ সংগ্রহ শুরু করেন।
এভাবে টানা ১৫ দিন ধরে তিনি বাছুরটি থেকে দুধ সংগ্রহ করে পান করছেন।প্রতিবেশী ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এমন ঘটনা প্রথম দেখলাম। প্রথমে বিশ্বাস হয়নি। পরে নিজের চোখে দেখেছি। বিষয়টি আসলেই আশ্চর্যজনক।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হরমোনের কারণে এমনটা হতে পারে। এটা আশ্চর্যজনক হলেও অলৌকিক কিছু না। যদি এই দুধ স্বাস্থ্যসম্মত হয়। তাই এটা যে কেউ পান করতে পারে।’