avertisements 2

ডুবন্ত স্ত্রীকে বাঁচিয়ে নদীতে তলিয়ে যান স্বামী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১১:২৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

নদীতে ডুবন্ত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে ঘটনাটি ঘটেছে।

মৃতের নাম আসিফ ইকবাল টিটু (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি স্ত্রীসহ সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আবদুল করিমের বাড়িতে ভাড়া থাকতেন। সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন টিটু। হঠাৎ স্ত্রীকে পানিতে ডুবতে দেখে স্বামী তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। একপর্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2