র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-১
র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নাটোরের সিংড়ায় র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিলদহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টিপু সুলতান ওই এলাকার মহসিন আলীর ছেলে। র্যাব নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার টিপু সুলতাল নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে মঙ্গলবার মোস্তফা কামাল নামের এক ব্যাক্তিকে ফোন করে চাঁদা দাবি করেন। পরে ভুক্তভোগী ওই ব্যক্তি নাটোর ক্যাম্পে লিখিত অভিযোগ করলে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে।
বুধবার (৬ অক্টোবর) টিপু সুলতানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিংড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়া র্যাব সদস্য টিপু সুলতানের নামে থানায় মামলা করেছে র্যাব। তাকে আদালতে পাঠানো হচ্ছে।