avertisements 2

হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০দিন পর উদ্ধার

হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০দিন পর উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৩ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

২০ দিন পর যশোরের শার্শা উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রাম থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের ‘নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে ওই নবজাতক চুরি হয়।

এ ঘটনায় নাসিমা খাতুন নামে (৩০) এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর পিবিআইয়ের এসপি রেশমা শারমিন জানান, ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেক্সনা খাতুন (২৫) গত মঙ্গলবার নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়ে শিশুর জন্ম দেন। এর দুদিন পর শিশুটি ওই হাসপাতাল থেকে চুরি হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাকড়ায় এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার ওই নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2