জয়পুরহাটে দোকানে বসে পর্নো ভিডিও তৈরি! র্যাবের হাতে ধরা
জয়পুরহাটে দোকানে বসে পর্নো ভিডিও তৈরি! র্যাবের হাতে ধরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দল শহরের বিভিন্ন এলাকা থেকে পর্নো ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এ অভিযানের নেতৃত্ব দেন কম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ইকাদিপুর গ্রামের মোস্তাকিম হোসেন (২৪), শহরের মাস্টারপাড়ার রাজু আহমেদ (৩০), বুলুপাড়ার মহিদুল ইসলাম (৩২), চকগোপাল গ্রামের আবু দারদা (৩৫) এবং পলিবাড়ীর পার্থ বর্মন (২৩)। এ সময় তাদের কাছ থেকে সাত সেট কম্পিউটার ও এর যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে কম্পিউটারের দোকান বসিয়ে পর্নো ভিডিও তৈরি ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে গোপন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেয়ে শনিবার রাতে র্যাব অভিযান চালায়। পরে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।