বিদেশে বন্ধুত্ব, দেশে এসেই বুথের টাকা ডাকাতি করে লুট
বিদেশে বন্ধুত্ব, দেশে এসেই বুথের টাকা ডাকাতি করে লুট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৯ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ লুটের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ ও সাফি উদ্দিন জাহির বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘গ্রেফতার শামীম আহমেদ ও সাফি উদ্দিন জাহির দীর্ঘদিন দুবাই থাকা অবস্থায় তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। একসময় দেশে ফিরে দুইজনই চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। শেরপুরে এটিএম বুথ লুটও শামীম ও জাহিরের পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়। গ্রেফতার শামীম একসময় ওমান থাকতেন। সেখানকার স্থানীয় ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় আট বছর কারাবাস করেন। শেরপুরের ঘটনার পরও সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শামীমের বাসা তল্লাশি করে বুথ লুটে ব্যবহৃত মোটরসাইকেল এবং পাসপোর্ট জব্দ করা হয়েছে।’
পুলিশ সুপার বলেন, ‘দেশে এটিএম বুথ লুটের ঘটনা বিরল। ব্যাংকের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এ ধরনের লুট আমাদের বিস্মিত করছে। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।’
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএমে হানা দেয় চার অস্ত্রধারী। তারা বুথের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে বুথে থাকা মেশিন ভেঙে ২৪ লাখ সাড়ে পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানায় অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা করে।
পুলিশ জানায়, ২০ থেকে ২২ সেপ্টেম্বর টানা তিন দিন হবিগঞ্জ শহরের একাধিক স্থানে অভিযান চালানো হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার সদর থানাধীন পাঁচপাড়িয়া গ্রাম থেকে সাফি উদ্দিন জাহিরকে (৩৮) গ্রেফতার করা হয়। জাহির পাঁচপাড়িয়া গ্রামের মমতাজ উদ্দিন মাস্টারের ছেলে। তার দেওয়া তথ্যমতে, ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশ থেকে বুথের মেশিন ভাঙার শাবল উদ্ধার করে জব্দ করে পুলিশ। বুথ লুটকারী চার জনকেই গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
