গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন স্কুলের ওই শ্রেণি ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সংগে ওই শ্রেণির শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত হওয়া তিনা খানম নামের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী উপজেলার চার নম্বর ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন স্কুলে আসে এবং অন্যান্য শিক্ষার্থীদের সংগে ক্লাস করে। পরে ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হলে গত ১৬ সেপ্টেম্বর ওই ছাত্রী ও তার মায়ের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরের দিন ১৭ সেপ্টেম্বর তাদের দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এছাড়াও স্কুলের পঞ্চম ও তৃতীয় শ্রেণির মোট চার শিক্ষার্থী ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিনা ও তার মায়ের করোনা পজিটিভ। এই নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কোনো আতঙ্ক নেই বলে জানান স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্রী ইতি, মধু ও মেঘা দাস বলে, অনেক দিন পরে স্কুল খুলেছে। আমরা স্কুলে আসতে পেরে খুব খুশি। প্রতিদিন আমরা মাস্ক পরে স্কুলে আসি। স্বাস্থ্য-বিধি মেনে শিক্ষকগণ আমাদের পাঠদান করান। করোনা নিয়ে আমাদের কোনো আতংক নেই।
কোটালীপাড়া উপজেলার সহকারি শিক্ষা অফিসার শংকর কুমার বিশ্বাস জানান, তৃতীয় শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরে আমরা ওই বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার প্রতিটি বিদ্যালয়েই স্বাস্থ্য-বিধি মেনে প্রতিদিন পাঠদান চলছে। আমরা সব বিদ্যালয় প্রতিনিয়ত মনিটরিং করছি। কোনো শিক্ষার্থীর মাঝে করোনা’র উপসর্গ দেখা দিলে সংগে সংগে তার নমুনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ আসলে আমরা ওই শ্রেণি বা বিদ্যালয় বন্ধ করে দেবো বলে জানান এই কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আক্রান্ত ওই শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে করোনা’র চিকিৎসা দিয়েছি। সে হোম আইসোলেশনে আছে।