হত্যার পর ১৭ বছর পালিয়ে বিদেশে, দেশে ফিরেই গ্রেপ্তার
হত্যার পর ১৭ বছর পালিয়ে বিদেশে, দেশে ফিরেই গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৬:০০ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে ১৭ বছর আগে তৈয়বুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা করে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন ফিরোজ আলম নামের এক আসামি। মামলা শেষ হয়ে গেছে ভেবে দেশে আসেন তিনি। বিষয়টি জানতে পারে পুলিশ। গতকাল ধামরাইয়ের কালামপুর সাব রেজিষ্ট্রি অফিসের পাশ থেকে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তার ফিরোজ আলম ধামরাই উপজেলার শরীফবাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধামরাইয়ের শরীফবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে তৈবুর রহমানকে পৌরসভার সীমা সিনেমা হলের সামনে ছুরিকাঘাত করে ফিরোজ আলম। এতে ঘটনাস্থলেই নিহত হন তৈয়বুর রহমান। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের করেন নিহতের পিতা।
এ মামলায় কিছুদিন পালিয়ে থেকে ফিরোজ আলম সৌদি আরবে চলে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সৌদি আরবে ১৭ বছর অবস্থানকরার পর দেশে আসেন ফিরোজ।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর সাব রেজিষ্ট্রি অফিসের পাশ থেকে তৈয়বুর রহমান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজআলমকে গ্রেপ্তার করা হয়েছে।