বিয়ে করে নারীদের পাচার করতো ডাক্তার লিটন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:০১ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিয়েকে হাতিয়ার বানিয়ে নারীপাচার করা চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। বিদেশে পাচার করে মোটা অংকের মুক্তিপণ দাবি করতো তারা। টাকা না পেলে করা হতো ভয়াবহ নির্যাতন। এ পর্যন্ত অন্তত পাঁচ নারীকে বিয়ের পর পাচার করেছে কথিত ডাক্তার লিটন।
তাদের হাত থেকে কৌশলে পালিয়ে এসে পাচারের নির্মম কাহিনী র্যাবের কাছে বর্ণনা করেছে দুই নারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও মিরপুর থেকে আটক করা হয় লিটন ও আজাদ নামের দুইজনকে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন একথা জানান।
র্যাব কর্মকর্তারা জানান, আটক লিটন বিয়ে করে নারীদের পাচার করতো। এ পর্যন্ত অন্তত পাঁচ নারীকে বিয়ের পর পাচারের তথ্য পেয়েছে র্যাব। এছাড়া নার্স, মেডিকেল এসিসট্যান্টসহ নানা কাজের লোভ দেখিয়ে নারীদের পাচার করতো এই দুইজন। এজন্য বিভিন্ন দপ্তরের ভুয়া কাগজপত্র, সিলমোহর তৈরি করতো তারা নিজেরাই।
এই চক্রের হাতে পাচার হওয়া অনেক নারী এখনও ইরাকে তাদের পরিচিত দালালদের হাতে জিম্মি আছে বলে জানান র্যাব কর্মকর্তারা।